মঙ্গলবার, ৮ মে, ২০১৮

কাশ্মীর: এক মৃত্যু উপত্যকা

‘বিশ্বের ইতিহাসে সেটুকু অংশেরই অস্তিত্ব রয়েছে, যেটুকু অত্যাচারীরা আমাদের জানতে অনুমতি দিয়েছে।’ – প্রথিতযশা ঐতিহাসিক জ্যঁ শ্যেনো (Jaen Chesneaux) 
গণসংগীত
মানবতার গান: কাশ্মীরনামা
(তোমাদের আছে বুলেট প্যালেট)
কথা ও সুর: রাজেশ দত্ত। রচনাকাল: ২ মার্চ, ২০১৯
সম্প্রতি ভোটের ফায়দা লুটতে যুদ্ধজিগির তুলে ও মেকী দেশপ্রেম’-এর হুঙ্কারে উগ্র হিন্দু ব্রাহ্মণ্য জাতীয়তাবাদের তাণ্ডবে সংঘ পরিবার তথা বিজেপিরাজ সারা দেশ জুড়ে যে গণহিস্টিরিয়া সৃষ্টি করেছে, তার বিষময় ফলে শুধু সংখ্যালঘু, দলিত, আদিবাসীরা আক্রান্ত নন, নিরীহ সাধারণ কাশ্মীরিদের উপরও নেমে এসেছে ভয়ংকর আক্রমণ। যুগ যুগ ধরে যুদ্ধবাজ আধিপত্যকামী বর্বর রাষ্ট্রিক আগ্রাসনে এবং একই সাথে ধর্মান্ধ মৌলবাদী শক্তির হিংসা ও সন্ত্রাসে বিধ্বস্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত ভূস্বর্গপরিণত হয়েছে নরক’-এ। এই হানাদারিতে, নির্মম অথ্যাচারে  বারবার পদদলিত হয়েছে অসহায় সাধারণ কাশ্মীরিদের গণতান্ত্রিক স্বাধিকার। ভূলুণ্ঠিত হয়েছে মানবাধিকার। বিপন্ন হয়েছে কাশ্মিরীয়ৎ” -- কাশ্মীরি জনগণের জাতিসত্তা, তাঁদের জীবন, জীবিকা, সংস্কৃতি, সুপ্রাচীন ও সুমহান সাংস্কৃতিক পরম্পরার ঐতিহ্য এবং স্বাভিমান। অগ্নিগর্ভ কাশ্মীর পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। কেড়ে নেওয়া হয়েছে কাশ্মীরের আমজনতার স্বাধীন মুক্তচেতনা, আত্মমর্যাদা নিয়ে বেঁঁচে থাকার আজাদি। বুলেটে-প্যালেটে, অকথ্য দমনপীড়নে স্তব্ধ করা হয়েছে সাধারণ কাশ্মীরিদের প্রতিবাদী, প্রতিস্পর্ধী কণ্ঠস্বর। নির্যাতিত, নিপীড়িত কাশ্মীরি জনগণের আত্মাভিমান নিয়ে জীবনধারণের স্বাধীনতা, তাঁদের সেই আজাদিও মানবাধিকার-এর দাবিতে আজ সারা ভারতের মুক্তচিন্তক, দেশপ্রেমিক, গণতন্ত্রপ্রেমী, যুক্তিবাদী, মানবতাবাদীদের সোচ্চার হতেই হবে।  এই গণসংগীতটি রচনার উদ্দেশ্য -- আমাদেরই সহনাগরিক শোষিত-বঞ্চিত-নিপীড়িত কাশ্মীরিদের পাশে সোচ্চারে দাঁড়িয়ে প্রতিবাদী গণচেতনার আহ্বানে বিশ্বজনীন একতা, স্বদেশচেতনার আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার সেই চিরন্তনী বার্তা শোনানো। এই গণসংগীতটি শুনতে নীচের নিঙ্কে ক্লিক করে শুনুন

তোমাদের আছে বুলেট-প্যালেট,
আমাদের আছে পাথর।
তোমাদের থাক ফৌজি তাকৎ,
আমরাও নই নিথর।

তোমাদের কাছেকাশ্মীরমানে
কাঁটাতারে ঘেরা জমি।
আমাদের কাছে আমার স্বদেশ,
জননী জন্মভূমি।

আমাদের চোখে মুক্ত স্বাধীন
স্বপ্নের হাতছানি 
পাহাড়ে, পাথরে, ঝরনা, ঝোরায়
আজাদির ডাক শুনি।।

তোমাদের আছে সাঁজোয়া গাড়ি,
গোলাবারুদের আগুন।
আমাদের আছে ধমনী-শিরায়
লাখো শহিদের খুন।

তোমাদের মেকীদেশপ্রেমে
আস্তিনে আছে ছোরা।
আমাদের বুকেকাশ্মীরিয়ৎ
ভাঙা পাঁজরে ঘেরা।

মানবো না কোনও জুলুম-শোষণ,
শৃঙ্খল, বন্ধনই 
পাহাড়ে, পাথরে, ঝরনা, ঝোরায়
আজাদির ডাক শুনি।।

তোমরা যতই রক্ত ঝরাও
ব্যাটনের ঘায়ে পিঠে 
আমাদের প্রাণে অকাল ফাগুনে
রক্তকুসুম ফোটে।

ভূস্বর্গ আজ নরক হয়েছে
তোমাদেরই ঢালা বিষে।
আমরা ফেরাবো বসন্ত শোভা
বজ্রের নির্ঘোষে।

সবুজ অরণ্যে, নব তারুণ্যে
দৃপ্ত পদধ্বনি 
পাহাড়ে, পাথরে, ঝরনা, ঝোরায়
আজাদির ডাক শুনি।।

বহু যুগ ধরে অত্যাচারে
যন্ত্রণা সয়ে সয়ে,
চোখের জল জমাট বেঁধেছে
হৃদয়ে পাথর হয়ে।

বুকের পাথর হাতে তুলে নিয়ে
ভুলেছি মরণশঙ্কা।
হৃদস্পন্দনে বাজে দ্রিমি দ্রিমি
চেতনার রণডঙ্কা।

মৃত্যু উপত্যকায় ধ্বনিত
জীবনের জয়ধ্বনি।
পাহাড়ে, পাথরে, ঝরনা, ঝোরায়
আজাদির ডাক শুনি।।
**************************************

হিন্দি গণসংগীত
মানবতার গান: কাশ্মীরনামা
কথা ও সুর: রাজেশ দত্ত। রচনাকাল: ৩০ অগাস্ট, ২০১৬
আজাদী আজাদী
ইয়ে কশ্মীর মাঙ্গে আজাদী।
ইন্‌কিলাব কি আওয়াজ উঠি হ্যায়
গুঞ্জ রহি হ্যায় ইয়ে ওয়াদি।
আজাদী আজাদী
হম্‌ লড়কে লেঙ্গে আজাদী।।

জুলমোঁ সে অব্‌ নহীঁ ডড়েঙ্গে
মরতে দম্‌ তক্‌ হম্‌ লড়েঙ্গে।
জন্নৎ কো জো দোজখ্‌ বনায়া
ওয়হ্‌ শ্যয়তানোঁ কো নহীঁ ছোড়েঙ্গে।
কিত্‌না হি জুল্‌ম কর লে, জালিম্‌
কিতনা হি কর লে বরবাদী
শহীদোঁ কে রাহ্‌ পে চল্‌ কর
হম্‌ লে আয়েঙ্গে আজাদী।।

বরসো সে সহে রহে হ্যায় সিতম্‌
অব্‌ ক্যা দর্দ হ্যায়, অব্‌ ক্যায়া গম্‌?
জো পথ্‌থর রহা থা সীনে মে
ওঅহ্‌ পথ্‌থর হাথ্‌ মে লিয়ে হ্যায় হম্‌।
চলালে জিৎনি গোলী তু, কাতিল্‌
দেখ্‌ পথ্‌থর কা হ্যায় কিৎনা দম্‌।
বগওআৎ কী তুফান্‌ হ্যায় দিল মে,
রোক্‌ না সকেগা ইয়ে আঁধী।।

রাজেশ দত্তের কণ্ঠে হিন্দি গণসংগীতটি শুনতে নীচের নিঙ্কে ক্লিক করে শুনুন
AZADI AZADI YEH KASHMIR MANGE AZADI
**************************************
কৃতজ্ঞতা স্বীকার: শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সর্ববৃহৎ বাংলা নেট-আর্কাইভ 'মিলনসাগর'
ওয়েব-লিঙ্ক: http://www.milansagar.com/kobi/kobi-rajeshdutta.html
   
কাশ্মীরের জনসাধারণের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের লক্ষ্যে চলমান সংগ্রাম এবং কাশ্মীরে ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাসের ইতিহাস ও মানবাধিকার লঙ্ঘনের দিকগুলি প্রসঙ্গে বাংলা ভাষায় প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ, নিবন্ধ, প্রতিবেদন ও সাম্প্রতিক সংবাদপত্রের রিপোর্ট সংকলিত করা হল।
রক্তাক্ত কাশ্মীর: রাজনৈতিক সমাধান এবং মানুষের অধিকার
কাশ্মীর টাইমস্‌’ পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন-এর বক্তব্য। 
‘এই সময়’ সংবাদপত্রের রিপোর্ট: ‘এপিডিআর’ এর উদ্যোগে আয়োজিত ‘কপিল ভট্টাচার্য স্মারক বক্তৃতা’। ২৬ অগাস্ট, ২০১৬, শুক্রবার। কলকাতার মহাবোধি সোসাইটি হল-এ অনুষ্ঠিত আলোচনাসভার মিডিয়া রিপোর্ট।
'এই সময়’ সংবাদপত্রের ওয়েবলিংক: https://eisamay.indiatimes.com/nation/present-situation-of-kashmir/articleshow/53883338.cms
বাংলা প্রবন্ধ ও প্রতিবেদন
কাশ্মীর সমস্যা: অতীত ও বর্তমান – সিদ্ধার্থ গুহ রায়। ‘অনীক’ পত্রিকার মার্চ, ২০১৭ সংখ্যায় প্রকাশিত।
Kashmir dispute: Past to present – An article written by Siddhartha Guha Roy, an eminent historian and a civil rights activist. The article was ublished in ‘Aneek’ magazine on March, 2017. Please click the following link.
https://drive.google.com/file/d/1-k1P55osvvA192ZFNb6QpK_4OXETGPoG/view?usp=sharing

কাশ্মীর: জল্লাদের উল্লাস বনাম স্বাধীনতার সংলাপ – গৌতম চৌধুরী। ‘অনীক’-এর নভেম্বর, ২০১৬ সংখ্যায় প্রকাশিত।
A brief history of the Kashmir conflict written by Gautam Chowdhury published in ‘Aneek’ magazine on November, 2016. Please click the following link.

কাশ্মীরে হিংসা ও ক্রোধ: হুমরা কুরেশি (‘কাশ্মীর: দ্য আনটোল্ড স্টোরি’ গ্রন্থের রচয়িতা)
‘অনীক’ পত্রিকার অগাস্ট, ২০১৬ সংখ্যায় প্রকাশিত। প্রথম প্রকাশ: ‘মেইনস্ট্রিম’ পত্রিকা। ২২-২৮ জুলাই, ২০১৬।
Kashmir: The Hatred and the Fury – An article written by Humra Quraishi
Please click the following link.
https://drive.google.com/file/d/10n0AwIK2VGHBY_k9tfsc3J4rpKmQobFq/view?usp=sharing

‘মেইনস্ট্রিম’ পত্রিকায় হুমরা কুরেশির লেখার ওয়েব লিঙ্ক:
Mainstream, Vol. XLVIII, No 34, August 14, 2010

কাশ্মীর: রাষ্ট্রীয় সন্ত্রাসের ইতিহাস। সীতাংশু চক্রবর্তী।
‘অনীক’ পত্রিকার ২০১৬ সালের মার্চ ও এপ্রিল সংখ্যায় দুই কিস্তিতে প্রকাশিত।
Kashmir: The history of State Sponsored Terrorism - An article written by Sitangshu Chakraborty published in ‘Aneek’ magazine on March and April issues in the year 2016.
Please click the following link.
https://drive.google.com/file/d/1ubty0HiuFMxf5pf4jkJcRuCHyS4_jED0/view?usp=sharing

বিদ্রোহী কাশ্মীর: লেখক- জিতেন নন্দী। একটি ‘মন্থন সাময়িকী’ প্রকাশনা। ১৫ জুলাই, ২০১৬।
বুরহান ওয়ানির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিদ্রোহী কাশ্মীর। নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:
BIDROHEE KASHMIR by Jiten Nandi Published by Manthan Samayiki

কাশ্মীর: যুদ্ধ, শান্তি থেকে রেহাই ও স্বাধীনতার খোঁজ – গৌতম নওলাখা।
‘অনীক’-এর ডিসেম্বর, ২০১৪ সংখ্যায় প্রকাশিত।
Kashmir: War, Peace and in search of Freedom - An article written by Gautam Navlakha, A distinguished author and a civil rights activist, published in ‘Aneek’ magazine on December, 2014. Please click the following link.
https://drive.google.com/file/d/1ARRwzCBoCJVEUZJ6JOK_RoTyxY4cVrUD/view?usp=sharing

পুরোনো প্রবন্ধ, নিবন্ধ ও প্রতিবেদন
কাশ্মীর : রাষ্ট্রীয় সন্ত্রাসের দলিল। লেখক: বৈদ্যনাথ খোটেল। মন্থন সাময়িকী, বাংলায় দ্বিমাসিক ছোট পত্রিকা, জানুয়ারি-ফেব্রুয়ারি ২০০০। নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:
https://drive.google.com/file/d/1fmrUzdWD70DQJ0EH-3oF1S_zRr3exs4-/view?usp=sharing
মূললিংক: 
https://sites.google.com/site/manthansamayiki2/2000_jf_6

কাশ্মীর: কালানুক্রমিক ঘটনাপঞ্জী
(‘মন্থন সাময়িকী’ সাময়িকী পত্রিকা। জানুয়ারি-ফেব্রুয়ারি ২০০০)
নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:

ভারতের অন্তর্ভুক্তি পর্যন্ত কাশ্মীরের ইতিহাস। জ্যোতিভূষণ দাশগুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং 'Jammu and Kashmir''Indo-Pak Ralations' বই দুটির লেখক।
(‘মন্থন সাময়িকী’ সাময়িকী পত্রিকা। জানুয়ারি-ফেব্রুয়ারি ২০০০)
নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:

পাকিস্তান থেকে কাশ্মীরে। লেখক: জিতেন নন্দী।
(‘মন্থন সাময়িকী’ সাময়িকী পত্রিকা। জানুয়ারি-ফেব্রুয়ারি ২০০০)
নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:

দেশের উপদ্রুত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ রূপঅমিত চক্রবর্ত্তী
(‘মন্থন সাময়িকী’ সাময়িকী পত্রিকা। জানুয়ারি-ফেব্রুয়ারি ২০০০)
নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:
  
প্রসঙ্গ: কার্গিল যুদ্ধ। অমিতা সান্যাল।
(‘মন্থন সাময়িকী’ সাময়িকী পত্রিকা। জানুয়ারি-ফেব্রুয়ারি ২০০০)
নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:

কার্গিল – কাশ্মীর: চাই প্রকৃত অনুসন্ধান। একটি সাক্ষাৎকার: পরমেশ আচার্য।'মন্থন'কে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন ১১ই জুলাই ১৯৯৯। নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:

প্রসঙ্গ : কাশ্মীর - ‘মন্থন সাময়িকী’ সাময়িকী পত্রিকার জানুয়ারি-ফেব্রুয়ারি ২০০০ সংখ্যা। নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:


অতীতের পাতা থেকে
কাশ্মীর প্রসঙ্গে নেহরুকে লেখা সাদাত হাসান মান্টোর খোলা চিঠি
ভাষান্তর: জয়ন্ত ঘোষাল। শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক আবাদভূমিতে প্রকাশিত (তৃতীয় বর্ষ সপ্তম সংখ্যা। নভেম্বর ২০১৬-এপ্রিল ২০১৭)। নীচের লিঙ্কে ক্লিক করে পড়ুন:
https://drive.google.com/file/d/1RSN39m8beWUUFry10FzoUT_DCrEXFYig/view?usp=sharing

ইংরাজি প্রবন্ধ ও প্রতিবেদন
Kashmir : Yesterday and Today: CDRO Statement
[Co-ordination of Democratic Rights Organisations (CDRO) recently issued a statement expressing their solidarity with the on-going people’s struggle in Kashmir. Following is a slightly shortened version of the said statement.]
(Courtesy: Frontier magazine, Vol. 49, No.21, Nov 27 - Dec 3, 2016)

Kashmir Fact-Finding Report: Organisation for Protection of Democratic Rights (OPDR) 
15 November, 2016

Analysis of Kashmir Situation: Co-ordination of  Democratic Rights Organisations (CDRO)
30 October, 2016

Solidarity With The People Of Kashmir
A Press Release: 23 November, 2016

Kashmir Valley Visit and Fact-finding Report: PUCL
24 October, 2016

Kashmir: Fact-Finding Report in a Season of Unabated Turmoil: 24 November, 2010
[The team comprised of academic BELA BHATIA, advocate VRINDA GROVER, journalist SUKUMAR MURALIDHARAN and activist RAVI HEMADRI of The Other Media, a Delhi based campaign and advocacy organisation, at whose initiative the effort was organised.]
The Report was published on March 2011. Please click the following link:

Enforced Disappearances in Kashmir:A Note from the Association of Parents of Disappeared Persons (APDP) Press Release 10 January 2017




Kashmir: Pelleting Children To Blindness by Z.G.Muhammad — April 25, 2018

Kashmir: Pelleting Children To Blindness-countercurrents.org






‘কাউন্টারকারেন্ট ডট অর্গ’ ওয়েবসাইটে কাশ্মীর প্রসঙ্গে আরও প্রতিবেদন: নীচের লিংকে ক্লিক্‌ করুন। https://countercurrents.org/category/kashmir/

Why the 2007 documentary ‘Jashn-e-Azadi’ needs to be watched again in 2016Please click the following link.
An article written by Ipsita Chakravarty published on 23 July 2016



‘The Ocean of Tears’
is a 2012 Kashmiri documentary film directed by Billal A Jan, produced by Rajiv Mehrota under the banner of Public Service Broadcasting Trust of India. The film is a documentary of the crimes and human rights violations impositioned on the people of Kashmir especially on women. The film raises the issue of mass rape incident of Kunan Poshpora. The film supported by the Ministry of Information and Broadcasting (India) was stopped and banned from screening at the University of Kashmir.



Kashmir - Valley of Death (31 May, 2010)

The film was made as a result of a visit of a human rights group from West Bengal to the Kashmir Valley. The entire film was made out of the footage taken during this visit. It projects the aspiration of the people of Kashmir to be free of the Indian state and its continuing violence.
  
To watch the full documentary please click the link given below:
https://www.youtube.com/playlist?list=PL899E7508A7DA3426

সাম্প্রতিক সংবাদ প্রবাহ






ফিরে দেখা: সংবাদ শিরোনামে
দক্ষিণ কাশ্মীরে ভারতীয় দখল’-এর বিরুদ্ধে যুব বিদ্রোহ: ‘সংবাদ মন্থন’ পত্রিকার রিপোর্ট। শমীক সরকার, ১২ জুলাই, ২০১৬। তথ্যসূত্র রাইজিং কাশ্মীর, কাশ্মীর টাইমস।

দক্ষিণ কাশ্মীর ছাড়িয়ে উত্তরেও ছড়িয়েছে বিদ্রোহ, ভয়াবহ দমন সরকারের, মোবাইল-ইন্টারনেটের পর কাশ্মীরি সংবাদপত্র-ও বন্ধ। ‘সংবাদ মন্থন’ পত্রিকার রিপোর্ট। শমীক সরকার, ১৭ জুলাই, ২০১৬।

কাশ্মীরে জনবিক্ষোভে এবার খোদ সেনাবাহিনীর গুলি, রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি মানবাধিকার কর্মীদের: ‘সংবাদ মন্থন’ পত্রিকার রিপোর্ট। শমীক সরকার, ১৯ জুলাই, ২০১৬।

‘কাশ্মীর টাইমস্‌’ পত্রিকার ওয়েব লিঙ্ক:

‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার ওয়েব লিঙ্ক:
-------------------------------------------------------------------------------------------------------
কৃতজ্ঞতা স্বীকার: ‘অনীক’ পত্রিকা, এপিডিআর, ‘সংহতি’ ওয়েব আর্কাইভ, কাউন্টারকারেন্টস্‌ ডট অর্গ, ‘মেইন্‌স্ট্রিম’ পত্রিকা, ‘ফ্রন্টিয়ার উইকলি’, APDP, CDRO, PUCL, OPDR, ‘The Other Media’, Kafila’, ‘মন্থন সাময়িকী’ পত্রিকা, ‘সংবাদ মন্থন’ ও ‘আবাদভূমি’ পত্রিকা। এছাড়া ‘এই সময়’ পত্রিকা, ‘কাশ্মীর টাইমস্‌’, ‘রাইজিং কাশ্মীর’, ‘নিউজ ক্লিক্‌’ (News Click), ‘দ্য কুইন্ট্‌’ (The Quint)-সহ বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইন্টারনেট সূত্র।

বুধবার, ৬ জুলাই, ২০১১

প্রসঙ্গ : রাজনৈতিক বন্দিমুক্তি

Movement for unconditional release of
political prisoners in West Bengal

রাজনৈতিক বন্দীমুক্তি প্রসঙ্গে কলাম ও পত্রবিতর্ক 
নীচের লেখাগুলো বড়ো করে পড়তে প্রতিটি লেখার উপর দু'বার মাউস ক্লিক্‌ করুন

গত ৭ জুন ২০১১, 'একদিন' সংবাদপত্রে প্রকাশিত রঞ্জন ভট্টাচার্যের কলাম

গত ২৩ জুন ২০১১, 'একদিন' সংবাদপত্রের 'ডাকবাক্স' বিভাগে প্রকাশিত পত্রাবলী



ঘটনাপ্রবাহ


'প্রাত্যহিক খবর' ২৪ জুন, ২০১১
           
'প্রাত্যহিক খবর' ২৬ জুন, ২০১১


'প্রাত্যহিক খবর' ২৮ জুন, ২০১১

'বন্দীবার্তা' পত্রিকার জুলাই ২০১১ সংখ্যায় প্রকাশিত প্রতিবেদন

'বন্দীবার্তা' পত্রিকার জুলাই ২০১১ সংখ্যায় প্রকাশিত খবর ও প্রেস বিবৃতি


'দৈনিক স্টেটস্‌ম্যান' সংবাদপত্রে রথীন পালচৌধুরীর প্রতিবেদন

                                
বন্দিমুক্তি বিষয়ে প্রাসঙ্গিক কিছু লিংক

'অনীক' জুলাই, ২০১১ সংখ্যায় প্রকাশিত দীপংকর চক্রবর্তীর প্রবন্ধ পড়ুন
(সৌজন্য- অনীক)
বন্দীমুক্তি আন্দোলন : ঐতিহ্য, পরম্পরা ও সাম্প্রতিক বিতর্ক

'অনীক'  জুন, ২০১১ সংখ্যায় প্রকাশিত সঞ্জীব আচার্য্যের প্রবন্ধ পড়ুন
(সৌজন্য- অনীক)
সমস্ত রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তি চাই- সঞ্জীব আচার্য্য- অনীক জুন, ২০১১

'বন্দীবার্তা' পত্রিকার জুলাই ২০১১ সংখ্যায় প্রকাশিত সম্পাদকীয় প্রতিবেদন পড়ুন
(সৌজন্য- বন্দীবার্তা)
পশ্চিমবাংলার কারাগারগুলিতে রাজবন্দী কারা? আমরা কাদের মুক্তি চাইছি?

'বন্দীবার্তা' পত্রিকার জুলাই ২০১১ সংখ্যায় প্রকাশিত অমিত ভট্টাচার্যের প্রবন্ধ পড়ুন


"রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিটিকে নীতিগত অবস্থান থেকে দেখতে হবে"
সব্যসাচী গোস্বামীর প্রবন্ধটি পড়তে নীচের লিংকে ক্লিক করুন

(সৌজন্য- বন্দীবার্তা)


২২ জুন, ২০১১-এ 'দৈনিক স্টেটস্‌ম্যান' পত্রিকায় প্রকাশিত রথীন পালচৌধুরীর প্রতিবেদন এবং তার প্রেক্ষিতে 'বন্দীবার্তা'-র সম্পাদকমণ্ডলীর খোলা চিঠি পড়তে নীচের লিংকে ক্লিক্‌ করুন
 
'বন্দীবার্তা' পত্রিকা সংগ্রহ করতে নীচের ঠিকানায় যোগাযোগ করুন

প্রকাশক- শুক্লা ভৌমিক
৩৬এ, সেন্ট্রাল রোড, যাদবপুর, কলকাতা- ৭০০০৩২
দূরভাষ- ৯৮৩১৪০৭৭৮৫

মানবাধিকার আন্দোলনের কর্মী নীলাঞ্জন দত্ত 'সংবাদ মন্থন' পত্রিকার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, ১৪ সেপ্টেম্বর, কলকাতা

প্রশ্নোত্তরে রাজনৈতিক বন্দী মুক্তি আন্দোলন (সৌজন্য- সংবাদ মন্থন, ১৬ সেপ্টেম্বর ২০১১)

"নিঃশর্ত বন্দিমুক্তি"-র দাবিতে ১১ জুলাই ২০১১ আয়োজিত গণকনভেশনের প্রাক্কালে 'এপিডিআর' বিবাদী বাগ এলাকা কমিটি কর্তৃক প্রকাশিত লিফলেট

'নিঃশর্ত বন্দিমুক্তি'-র দাবিতে ১১ জুলাই ২০১১-য় অনুষ্ঠিত গণকনভেনশনের  লিফলেট


 'টাইমস্‌ অফ ইন্ডিয়া'র খবর (১২ জুলাই, ২০১১) -"নিঃশর্ত বন্দিমুক্তি"-র দাবিতে গণকনভেশন

'আনন্দবাজার পত্রিকা' (১২ জুলাই, ২০১১)
যৌথ বাহিনী প্রত্যাহার, বন্দিমুক্তির দাবি সুমনের


"প্রাত্যহিক খবর" (১২ জুলাই, ২০১১)
১৪ জুলাই, ২০১১-এ "বন্দিমুক্তি কমিটি"-র কনভেনশনের সংবাদ প্রতিবেদন

 'প্রাত্যহিক খবর' ১৫ জুলাই, ২০১১
'দ্য টেলিগ্রাফ' পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, ১৫ জুলাই ২০১১
Mahasweta demands prisoner release


'দ্য সান্‌ডে ইন্ডিয়ান'-এ সুকুমার মিত্রের প্রতিবেদন, ১৫ জুলাই ২০১১

"প্রাত্যহিক খবর", ১৭ জুলাই ২০১১-এ প্রকাশিত খবর

"প্রাত্যহিক খবর", ১৯ জুলাই ২০১১-এ প্রকাশিত খবর

 
'গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি' (এপিডিআর)-এর প্রেস রিলিজ
Press Release on political prisoners, May 22, 2011

হুগলী জেলা এপিডিআর-এর স্মারকলিপি (সৌজন্য- সংহতি)
Memorandum on political prisoners submitted by APDR to the Hooghly district administration June 26, 2011


'দ্য হিন্দু'-র খবর ( ২ জুন, ২০১১) পড়তে নীচের লিংকে ক্লিক্‌ করুন
Rights bodies demand general amnesty for political prisoners in West Bengal June 2, 2011


'দ্য হিন্দু'-র খবর (৫ জুন, ২০১১) পড়তে নীচের লিংকে ক্লিক করুন
Panel to review release of political prisoners in Bengal


'দ্য স্টেটস্‌ম্যান'-এর খবর (৮ জুন, ২০১১)
APDR demands unconditional release of ‘political prisoners’


স্নিগ্ধেন্দু ভট্টাচার্যের প্রতিবেদন (হিন্দুস্তান টাইমস্‌, ২০ জুন ২০১১)
Terms for prisoner release sparks debate June 20, 2011


'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর খবর (১৭ জুন, ২০১১)
Rights bodies differ with Govt stand


'দ্য স্টেটস্‌ম্যান'-এর খবর (২৩ জুন, ২০১১)
Political prisoners observe hunger-strike demanding unconditional release 23 June 2011

'টাইমস্‌ অফ ইণ্ডিয়া'র খবর (২৪ জুন, ২০১১)
APDR demands release of political prisoners Sujoy Khanra, Jun 24, 2011


দীপাঞ্জন রায়চৌধুরীর কলাম, ৬ জুন ২০১১ (সৌজন্য- সংহতি)
Release of Prisoners: To Talk or Not to Talk to Mamata Banerjee June 6, 2011

রঞ্জিত শূর ও দীপাঞ্জন রায়চৌধুরীর আলোচনা (সৌজন্য-সংহতি)
Discussions on the release of political prisoners-Whose committee is it ?


'কাউন্টারকারেন্টস্‌'-এ রঞ্জিত শূরের কলাম (৪ জুলাই, ২০১১)
West Bengal Movement for Release of Political Prisoners By Ranjit Sur, 04 July, 2011


'দ্য ন্যাশনাল'-এর প্রতিবেদন ( ২২ মে, ২০১১)
Brutal world of India's political prisoners by Eric Randolph May 22, 2011


'হিন্দুস্তান টাইমস্‌'-এর খবর (২২ জুন, ২০১১)
No list of political prisoners in Singur, Nandigram


'টাইমস্‌ অফ ইন্ডিয়া'র খবর (২ জুলাই, ২০১১)
Monoj Mahato back in prison, rights activists slam govt; Jul 2, 2011


'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর খবর (৮ জুলাই, ২০১১)
Junglemahal: Mamata to free 46 prisoners


'টাইমস্‌ অফ ইন্ডিয়া'-র খবর (৮ জুলাই ২০১১)
Create congenial atmosphere for talks: Interlocutors to Mamata


"দ্য টাইমস্‌ অফ ইন্ডিয়া"য় প্রকাশিত খবর, ১৯ জুলাই ২০১১
Rights body for release of political prisoners, The Times of India, 19 July 2011


"আনন্দবাজার পত্রিকা"য় প্রকাশিত খবর, ১৯ জুলাই ২০১১
মাওবাদী নেতাদেরও মুক্তি চেয়ে সুপারিশ


"আনন্দবাজার পত্রিকা"য় প্রকাশিত তাপস সিংহ-র কলাম, ১৯ জুলাই ২০১১
"আনন্দবাজার পত্রিকা"য় প্রকাশিত অসীম চট্টোপাধ্যায়-এর কলাম, ১৯ জুলাই ২০১১
নিঃশর্ত বন্দিমুক্তি কেন চাই- অসীম চট্টোপাধ্যায়


"দ্য টেলিগ্রাফ" পত্রিকায় প্রকাশিত খবর, ২৯ আগস্ট ২০১১

"ইন্ডিয়ান এক্সপ্রেস" পত্রিকায় প্রকাশিত খবর ৬ সেপ্টেম্বর ২০১১
In 3 months of panel’s life, 4 political prisoners freed

১৩ সেপ্টেম্বর,২০১১ বিপ্লবী যতীন দাসের শহীদ দিবসে সমস্ত রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতার কলেজ স্কোয়ারে 'বন্দীমুক্তি কমিটি'র উদ্যোগে আয়োজিত গণ অবস্থান-এর খবর টাইমস্‌ অফ ইন্ডিয়া ১৪ সেপ্টেম্বর, ২০১১
Maoists climb down on talks conditions, The Times Of India, 14 September 2011


প্রাত্যহিক খবরএ প্রকাশিত রঞ্জিত শূরের উত্তর সম্পাদকীয় কলাম, ১৪ সেপ্টেম্বর ২০১১
রাজনীতির ঘূর্ণাবর্তে বন্দীমুক্তি আন্দোলন - রঞ্জিত শূর

রাজনৈতিক বন্দীমুক্তি প্রসঙ্গে 'ফ্রেন্ডস্‌ অফ ডেমোক্রেসি'-র প্রেস রিলিজ
'বন্দীমুক্তির সমর্থনে প্রচার উদ্যোগ'-এর পক্ষ থেকে প্রকাশিত লিফলেট (৬ জুলাই ২০১১)



'বন্দীমুক্তির সমর্থনে প্রচার উদ্যোগ'-এর পক্ষ থেকে অমিত ভট্টাচার্য কর্তৃক প্রকাশিত পুস্তিকাটি পড়তে নীচের লিংকে ক্লিক করুন

'প্রসঙ্গ সমকাল', 'ঈক্ষণ', 'বর্তমান লোকায়তিক', 'অধিকার পত্র', 'আকিঞ্চন', 'আসানসোল শিল্পাঞ্চলের উদ্যোগ', 'বাসভূমি' (বহরমপুর), 'উৎস মানুষ', 'গণসংস্কৃতি', 'তৃতীয় পক্ষ' ইত্যাদি পত্রিকা ও চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা কর্তৃক প্রকাশিত লিফলেট




১১ জুলাই, ২০১১-এর গণকনভেনশনে বিলি করা বন্দীমুক্তি কমিটি, জঙ্গলমহলের লিফলেট

(এপিডিআর-এর বন্ধুদের সৌজন্যে প্রাপ্ত)


পিপলস্‌' লিটারারি কালচারাল ইউনাইটেড ফোরাম-এর পক্ষ থেকে
আহ্বায়ক কাঞ্চন কুমারের আবেদন




১৫ জুলাই, ২০১১ 'প্রাত্যহিক খবর' সংবাদপত্রে প্রকাশিত শুভেন্দু দাশগুপ্তের কলাম

জঙ্গলমহলের দাবিপত্র 
(এপিডিআর-এর বন্ধুদের সৌজন্যে প্রাপ্ত)

পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি-র দাবিপত্র

 ১৩ এপ্রিল, ২০১১-এ "বন্দিমুক্তি কমিটি"-র কনভেনশন উপলক্ষে


'রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি'-র দাবিতে 'সংগ্রামী শ্রমিক কেন্দ্র'র পক্ষ থেকে প্রকাশিত লিফলেট পড়তে নীচের লিঙ্কে ক্লিক্‌ করুন
A Benglai leaflet published by Struggling Workers’ Centre (SWC)



'দৈনিক স্টেটস্‌ম্যান'-এ লেখা মহাশ্বেতা দেবীর কলাম

'অনীক' পত্রিকার মে, ২০১১ সংখ্যায় পুনর্মুদ্রিত অশোক মিত্রের কলাম
(প্রথম প্রকাশ এপ্রিল, ১৯৭৭-এ আনন্দবাজার পত্রিকায়)

সৌজন্য: 'অনীক' পত্রিকা


১২ জুলাই, ২০১১ "প্রাত্যহিক খবর"-এ প্রকাশিত সুমনকল্যাণ মৌলিকের প্রতিবেদন

দেশবিদেশের রাজবন্দী কবিদের কবিতা সংকলন
'মুক্ত করো রাজবন্দীদের' - সংকলন ও ভাষান্তর: কাঞ্চন কুমার, প্রথম প্রকাশ- ২১ সেপ্টেম্বর ২০১১

রাজনৈতিক বন্দিমুক্তি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর

(সৌজন্য- নীলাঞ্জন দত্ত সম্পাদিত 'মানবাধিকার' রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রবন্ধ, ভাষণ, পত্র ও বিবৃতি; 
প্রকাশক- এপিডিআর) 




রাজবন্দি কাজী নজরুল ইসলাম
ডঃ আব্দুর রহিমের লেখা প্রবন্ধটি পড়তে নীচের লিংকে ক্লিক্‌ করুন
(সৌজন্য- 'আমার দেশ', ঢাকা, বাংলাদেশ)

কারাবন্দি নজরুল - ডঃ আব্দুর রহিম

"রাজবন্দীর জবানবন্দী" - কাজী নজরুল ইসলাম (সৌজন্য- সোনার বাংলাদেশ)

নজরুল রচনাবলী প্রথম খণ্ড, বাংলা একাডেমী, নজরুল-জন্মশতবর্ষ সংস্করণ প্রথম খণ্ড, ১১ জ্যৈষ্ঠ ১৪১৩, মে ২০০৬ থেকে পুনর্মুদ্রিত

রাজবন্দীর জবানবন্দী- কাজী নজরুল ইসলাম, প্রেসিডেন্সি জেল, কলিকাতা ৭ জানুয়ারি ১৯২৩