শুক্রবার, ২৭ মে, ২০১১

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল

আমার পরমপ্রিয়, আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ১১২ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য। কাজী নজরুলের স্বকন্ঠে আবৃত্তি "রবি-হারা" বাংলার সকল নজরুল অনুরাগী মানুষকে উপহার দিলাম। হে বিদ্রোহী কবি, হে মানবতাবাদী কবি, তোমাকে সশ্রদ্ধায় স্মরণ করি।



রবীন্দ্রনাথ ও নজরুল

আ ব দু ল হা ই শি ক দা র

গ্যাটের পাশে শিলার এবং টলস্টয়ের পরে যদি ম্যাক্সিম গোর্কিকে ধরা হয়, তাহলে সব বৈপরীত্য মাথায় রেখেও বলা যায় বাংলা সাহিত্যে তেমনই রবীন্দ্রনাথ ঠাকুরের পর কাজী নজরুল ইসলাম। এটাই ঐতিহাসিক সত্য। এ জন্যই নজরুল গবেষণার পথিকৃত্ আবদুল কাদির লিখেছেন : ‘রবীন্দ্রনাথের কোমল কান্ত ললিত কথার সুর নজরুল বেঁধে দিলেন বহ্নিরাগে। রবীন্দ্রনাথ গানের তানে জাগিয়েছিলেন,

এক হাতে ওর কৃপাণ আছে/ আর এক হাতে হার। / ও যে ভেঙ্গেছে তোর দ্বার। (গীতালী)।

আর নজরুল ভাঙা-গড়ার নতুন মন্ত্রের উদগাতা হয়ে তাঁর বিখ্যাত বিদ্রোহী কবিতায় বলেন,

আমি ইন্দ্রাণী-সূত হাতে চাঁদ ভালে সূর্য

মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য।
রবীন্দ্রনাথ নভোলোকবিহারী অমৃতকণ্ঠ অক্লান্ত পক্ষ স্বর্ণবিহঙ্গ, আর নজরুল মর্ত্যের দুঃখ-বাণ-বিদ্ধ বিদীর্ণ-কণ্ঠ আহতপক্ষ ধূলিম্লান পাখি। ঊর্ধ্ব আকাশের দিকে সুরের অঞ্জলি তুলে রবীন্দ্রনাথ নিবেদন করেছেন,
অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে?
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে।
বিষম তোমার বহ্নিঘাতে
বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিল নতুন তারা ব্যথার ভরে \ (গীতালী)।
এই বিশ্ববাদকের অগ্নিবীণা বাজছে দিব্যধামে, তাতে মর্ত্যের মানুষের মনে জাগছে নতুন নতুন ভাবের স্ফুলিঙ্গ। কিন্তু নজরুল যে অগ্নিবীণা বাজালেন, তার দীপক রাগে পরাধীন দেশের অধঃপতিত সমাজে জাগলো নবসৃষ্টির উল্লাস-নূতন রাষ্ট্রনীতির চেতনা ও আর্থনীতিক অধিকারবোধ।’
আবদুল কাদিরের এই বক্তব্যের নির্গলিতার্থ অনুধাবন করার ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে কোনো বিলম্ব হয়নি, তারই স্মারক তাঁর ‘ঐক্যতান’। কবি হিসেবে নিজের অসম্পূর্ণতার পরিপূরক হিসেবেই নজরুলকে চিনেছিলেন, কাছে টেনে নিয়েছিলেন রবীন্দ্রনাথ :
‘সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে।
মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে;
ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
জীবনে জীবন যোগ করা
না হলে, কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।
তাই আমি মেনে নেই সে নিন্দার কথা
আমার সুরের অপূর্ণতা।
আমার কবিতা, জানি আমি
গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী।

কৃষাণের জীবনের শরিক যে জন,
কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
যে আছে মাটির কাছাকাছি
সে কবির বাণী লাগি কান পেতে আছি।
সাহিত্যের আনন্দের ভোজে
নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারি খোঁজে।’
বলার অপেক্ষা রাখে না রবীন্দ্র প্রত্যাশিত, জাতিকে জাগিয়ে দেয়ার জন্য, সামগ্রিকভাবে সচেতন করবার জন্য, স্বয়ং সম্পূর্ণ করবার জন্য যে সর্বপ্লাবী প্রতিভার তখন দরকার হয়ে পড়েছিল—কাজী নজরুল ইসলাম ছিলেন সেই প্রার্থিত প্রতিশ্রুত প্রতিভা। অন্যভাবে বলা যায়, বাংলা কবিতা মাত্র একবার সমুদ্রের ভয়াল গর্জন নিয়ে ফুঁসে উঠেছিল, মাত্র একবার বাংলা কবিতার চির উন্নত শির দেখে সম্ভ্রমে মাথা নুইয়ে দিয়েছিল মহামহিম হিমালয়— মাত্র একবার তেজতপ্ত লাভা শব্দপুঞ্জের সঙ্গে প্রেম ও প্রকৃতির অনন্যসাধারণ মিশ্রণে ভেসে গিয়েছিল বিশ্ব চরাচর, আর তা নজরুল ইসলামের মধ্য দিয়ে।
রবীন্দ্রনাথের মতো মহত্তম কবি প্রতিভার বিশাল ক্যানভাসে বিষয়টি অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে ফুটে উঠেছিল। এ জন্যই ভারতের রবীন্দ্র অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ বলেন, “অনুজ তরুণ কবি-লেখকদের মধ্যে যাঁদের মেধা ও মনন রবীন্দ্রনাথের কাছেও সম্ভ্রম উদ্রেককারী মনে হয়েছিল, তাদের তিনি সাদর স্বীকৃতি জানালেও, সম্ভবত নিজের উত্তরাধিকারীরূপে একমাত্র নজরুলকেই স্বতঃস্ফূর্ত-স্নেহ-মমতা-দরদ ও ভালোবাসা ভরে বরণ করে নিয়েছিলেন।

সোমবার, ৯ মে, ২০১১

২৫ বৈশাখে কবিগুরুর ১৫১ তম জন্মদিবসে একুশ শতকের প্রশ্ন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মজয়ন্তীর বছরে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামার ভারত সফরের উদ্দেশে একুশ শতকের প্রশ্ন কবিতাটি লিখেছিলাম। ছাপার অক্ষরে অপ্রকাশিত এই কবিতাটি কবিগুরুর প্রশ্ন কবিতার অনুসরণে লেখা।



বুধবার, ৪ মে, ২০১১

অবৈধ খনির গ্রাসে আস্ত গ্রাম - তলিয়ে গেল ৫০ বাড়ি, দুই শিশুসহ মৃত ৬


প্রাত্যহিক খবর, ৪ মে ২০১১
বৃষ্টি রে তোর নিথর দেহে আয় এঁকে দিই চুমা
মায়ের আঁচল পেলি না তুই, মরণ কোলেই ঘুমা
তোর জন্য আর কি দেব? কলম আমার স্তব্ধ
বুকের মাঝে কান্না জমে, কণ্ঠ নিঃশব্দ
আয় মা তোর ছোট্ট শরীর বুকে জড়িয়ে,
তোর খুনীদের জন্য ঘৃণা দিলাম ছড়িয়ে
আগুন হয়ে উঠুক জ্বলে আমার যত সৃষ্টি,
আবার যেন ঝরে না যায় ফুলের মতো বৃষ্টি...
- রাজেশ দত্ত, ৪ মার্চ ২০১১

Let us strongly condemn and protest against this horrible manmade disaster.


This is a brutal carnage. Please remonstrate on the evil nexus of the ruling left party, police, administration and the coal mafia dons.
  • Ban immediately all these illegal coal mines backed by the Govt. and corrupted politicians.
  • Please raise your voice of protest against this massacre and we demand immediate adequate compensations and rehabilitation to the poor victims and exemplary punishment of the offenders who are solely responsible for this subsidence.
Illegal coal mining continues to claim lives. Today, Six died in Chhatimdanga village, P.S.-Shripur, Jamuria, when the land gave way under them. Among them were two children, Brishti Bauri, (2), and Shibani Verma (7). 11 persons were injured. Six villagers were admitted to SD Hospital with serious injuries. 50 houses were collapsed and a few others have caved in beyond repair. Villagers have been trying to salvage their belongings and utensils from under the debris as they also prepare for a long, uncertain future under the open skies. Around 250 families lived in that area.


"The area more vulnerable with heavy downpour on Monday evening, ECL sources said. The area below is hollow as most of the coal from here have been excavated illegally and unscientifically, making it impossible for the ground to hold heavy structures," they added.

“Union minister of state for health Dinesh Trivedi visited the village, resembling a war-affected zone, and urged the local administration to provide rehabilitation to the affected. "The subsidence is a result of rampant illegal and unscientific coal-mining, about which we have been complaining since long," Trivedi said.”

“Pointing an accusing finger at ECL authorities, CPM zonal secretary Ganga Yadav said, "The subsidence has occurred not due to illegal mining but due to the neglect and callousness of ECL. They failed to fill up the vacuum under the ground after excavating coal.”

“Since one past month, illegal mining had reportedly come to halt in Raniganj coalfield area, with the Election Commission stepping in following the murder of Trinamool leader Robin Kazi, allegedly by CPM-backed coal mafia Dinu Bauri.” (Source: The Times of India, May 4, 2011)


Subsidence wreaks havoc at Jamuria

3 May 2011
statesman news service 
JAMURIA (Burdwan), 3 May: Six persons were killed and nine others injured following an incidence of subsidence (see sns photo) in vast areas surrounding Sripur police investigation area early this morning. Fifty houses were badly damaged in the incident. 
The deceased were identified as Uttam barui (28), his wife Purnima and their four-year-old daughter Bristi. Forty-two-year-old Munni Verma, her seven-year-old daughter Shivani and Munni’s brother-in-law Sobhan also died in the tragedy. The injured were admitted to Asansol sub-divisional hospital and a nursing home in Ranigunj.  
The incident took place at 2.30 a.m. The subsidence followed heavy rain that hit the area from midnight. Fifty houses were damaged. The rescue operation is being conducted by the Eastern Coalfield Limited (ECL). Heavy duty cranes have been deployed to remove the debris. The minister of state for health, Mr Dinesh Trivedi, rushed to the spot. The CPIM has opened a relief camp in the area to supply food to the affected people. Around 4,000 sq metre area is affected by the subsidence. The area where the incident took place falls in the Ranigunj coalfield area that has been declared as an endangered zone. The Centre has announced a Rs 2,200-crore rehabilitation package for the people living in the 139 moujas of the area. There are 250 families that stay in the area where the incident happened. 
Mr Biswajit Dutta, additional district magistrate, said the people had refused to vacate the area despite several requests since 2009. “But the people are adamant and have refused to move to other places,” he said. 
The incident was the second of its kind in the past six months. He said after the election process is over, district administration would begin a fresh drive to evict the families and rehabilitate them in other areas. Rampant illegal mining has made subsidence quite frequent in the area. The administration has failed to take action against the coal mafia who run a parallel administration. Geologists said the situation in vast areas surrounding Ranigunj coal belt has taken such an alarming turn that subsidence many occur on the national highway and the railway tracks any day.