কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মজয়ন্তীর বছরে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামার ভারত সফরের উদ্দেশে “একুশ শতকের প্রশ্ন” কবিতাটি লিখেছিলাম। ছাপার
অক্ষরে অপ্রকাশিত এই কবিতাটি কবিগুরুর ‘প্রশ্ন’ কবিতার অনুসরণে লেখা।
একুশ শতকের ‘প্রশ্ন’
সারা দেশ জুড়ে দেশী-বিদেশী কর্পোরেট পুঁজির আগ্রাসী লোভে
অবাধে জল-জঙ্গল-জমি লুন্ঠন ‘উন্নয়ন’এর ফাঁদে গরিব আদিবাসী-কৃষক, প্রান্তিক
মানুষদের চরম সর্বনাশ, রাজারহাট-সিঙ্গুর-নন্দীগ্রাম-হরিপুর-লালগড়
থেকে কলিঙ্গনগর, জইতাপুর, দান্তেওয়াড়া, গ্রেটার
নয়দা, ভারতবর্ষের
সর্বত্র রাষ্ট্রীয় সন্ত্রাসের বর্বর উন্মত্ত তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদে আজ ২৫ বৈশাখে
কবিগুরুর ১৫১তম জন্মদিবসের শুভ লগ্নে আপনাদের এই কবিতাটি পড়তে দিলাম। আপনারা কবিতাটিকে
বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিলে, আপনাদের পত্রপত্রিকায় ছাপলে খুশি হব। - রাজেশ দত্ত, চন্দননগর
কবিপক্ষ, ২৫ বৈশাখ
১৪১৮
এই পোস্টারটির শিল্পী অদ্রীশ দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন