আমরা “পরিবর্তন” চাই। পতাকার রঙের নয়, মুখোশের ঢঙের নয়। মেহনতী মানুষের স্বার্থে সমাজের সার্বিক পরিবর্তন। “একটা পৃথিবী চাই মায়ের আঁচলের মতো...শুকনো কাঠের মতো মায়েদের শরীরের কান্না নিয়ে নয়, বুকভর্তি অফুরন্ত ভালোবাসার শস্য নিয়ে”। আসুন, দলতান্ত্রিক সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে খোলা মনে ভাবি। সাধারণ মানুষের ভাষায়, মানুষের রাজনীতির কথা বলি। প্রতিবাদ করি অন্যায় অবিচার ও অনাচারের বিরুদ্ধে। ঘৃণা করি, ক্রোধে জ্বলে উঠি। ভালোবাসি, স্বপ্ন দেখি। কলমের আখরে আর পেন্সিলের আঁচড়ে সেই “অফুরন্ত ভালোবাসার ফসল” ফলাই।
রবিবার, ১০ এপ্রিল, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন