বুধবার, ১৩ এপ্রিল, ২০১১

নিরন্তর-এর কথা

নিরন্তর জন্ম নিল সাহিত্য অঙ্গনে,
কালাতীতের বারতা শোনায় যুগ সন্ধিক্ষণে।
সুচেতনার প্রদীপ জ্বলুক আঁধার দূর করে।
আমরা সবাই মুখোমুখি হব নিরন্তর-এ।
আমার ভালোলাগা এই সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ষান্মাষিক পত্রিকাটির আত্মপ্রকাশ চলতি বছরের জানুয়ারিতে। সময়ের বাধা ভেঙে নিরন্তুর সবার কথা বলতে চাইছে। শাশ্বতের কথা শোনাতে চাইছে।
আজ এই বিপন্ন সময়ে না বলতে পারা কথা নিয়ে নিরন্তর জ্বলে উঠতে চাইছে স্ফুলিঙ্গের মতো। আপনারাও নিরন্তর-এর কথা শুনুন। নিরন্তর-এর সাথে কথা বলুন।
প্রিয় পাঠক ও লেখক আসুন, আপনার-আমার সবার নিরন্তর মুখোমুখি দেখাসাক্ষাৎ হোক নিরন্তর-এর পাতায় পাতায়... নিরন্তর’ পড়ুন... সমমনস্ক বন্ধু ও সুজনদের নিরন্তর-এর কথা জানান...

কাল থেকে কালাতীতের সাহিত্য সংস্কৃতি
নিরন্তর

সম্পাদক- গৌতম বন্দ্যোপাধ্যায়।
সম্পাদকমন্ডলী - আশিস দত্ত, পান্নালাল ভূঁইয়া, শিবপ্রসাদ পাল, ইমনকল্যান জানা।
প্রচ্ছদ- দেবব্রত ঘোষ।
প্রকাশক - তটিনী দত্ত।
"নিরন্তর"এর প্রথম বর্ষ প্রথম সংখ্যার সূচিপত্র

নিরন্তর-এর জন্মলগ্নে সম্পাদকের কথার কিছু নির্বাচিত অংশ


নিরন্তর সংগ্রহ করতে, লেখা পাঠাতে যোগাযোগ করুন নীচের ঠিকানায়-
তটিনী দত্ত, প্রকাশক, নিরন্তর,
বি-৪/২৮৬, ডাকঘর- কল্যানী, জেলা- নদিয়া, পিন- ৭৪১২৩৫।
চলভাষ- ৯১৬৩২০৮২৪১
সংহতি মূল্য - কুড়ি টাকা।
Address: Tatini Dutta, B-4/286, P.O.- Kalyani, District- Nadia, Pin- 741235

Mobile- 9163208241

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন