শনিবার, ৯ এপ্রিল, ২০১১

কুট্টির কার্টুন ও অমিতাভ চৌধুরীর ছড়া - কুট্টি জুট্টি


আজ থেকে ২২ বছর আগে ১৯৮৯ সালের বইমেলায় "আজকাল" প্রকাশনী প্রকাশিত বিখ্যাত ছড়াকার অমিতাভ চৌধুরীর ছন্দে-ছড়ায় এবং প্রবাদপ্রতিম কার্টুনিস্ট কুট্টির ছবিতে সাজানো এই বইটি আমার খুব প্রিয় ছিল।

"ছড়া কাটে অমিতাভ, ছবি আঁকে কুট্টি।
বাংলা ও কেরলের গাঁটছড়া জুট্টি"।

বইটির প্রচ্ছদ এঁকেছিলেন আরেক স্বনামধন্য শিল্পী পূর্ণেন্দু পত্রী।
প্রিয় পাঠক,"কুট্টি-জুট্টি" বইটি পড়তে উপরের বইয়ের নামের উপর সংযোগে ক্লিক করুন।

বইটির কয়েকটি মণিমুক্তোর মতো অসাধারণ ছড়া ও কার্টুন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন